বাড়ছে বিমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি

নিজস্ব প্রতিবেদক : বিমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি বাড়িয়ে গ্রস প্রিমিয়ামের বিপরীতে হাজারে পাঁচ টাকা নির্ধারণ করা হচ্ছে। এজন্য ‘বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালা’ সংশোধনের উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এরই মধ্যে প্রস্তাবিত খসড়া প্রকাশ করে খাতসংশ্লিষ্টদের মতামত চেয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। মূলত নিয়ন্ত্রক সংস্থার বাড়তি ব্যয় মেটাতেই নিবন্ধন নবায়ন ফিতে বড় পরিবর্তন আনতে চায় নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

প্রাপ্ত তথ্যমতে, বর্তমানে বিমা কোম্পানিগুলোকে নিবন্ধন নবায়নের জন্য এক হাজার টাকা গ্রস প্রিমিয়াম আয়ের ওপর এক টাকা হারে ফি দিতে হয়, খসড়ায় যা বাড়িয়ে পাঁচ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এ হিসেবে বিমা কোম্পানিগুলোর নিবন্ধন নবায়ন ফি বাড়বে প্রতি হাজার টাকা প্রিমিয়াম আয়ের বিপরীতে চার টাকা।

২০১২ সালে ‘বিমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালা’ প্রণয়ন করে বিমা নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। সেখানে নিবন্ধন নবায়ন ফি গ্রস প্রিমিয়ামের বিপরীতে ৩ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছিল। ২০১৮ সালে এ নিবন্ধন নবায়ন ফি ভারতের সঙ্গে মিল রেখে কমিয়ে এক টাকা নির্ধারণ করা হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থা বলছে, ২০২৩ সালে ভারতের মোট গ্রস প্রিমিয়াম আয় ছিল প্রায় ছয় লাখ কোটি রুপি। এর বিপরীতে বাংলাদেশের মোট গ্রস প্রিমিয়াম আয় ছিল প্রায় ১৮ হাজার ২২৭ কোটি টাকা। তাই ভারতে নিবন্ধন নবায়ন ফি কম হলেও গ্রস প্রিমিয়াম আয় বেশি হওয়ায় ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়ার বার্ষিক আয় ৬০০ কোটি রুপি, যা দিয়ে সংস্থাটির ব্যয়ভার বহন করা হয়। অন্যদিকে বাংলাদেশের প্রেক্ষাপটে কর্তৃপক্ষের আয়ও তুলনামূলকভাবে অনেক কম। ২০২৫-২৬ অর্থবছরে কর্তৃপক্ষের প্রস্তাবিত আয় ছিল ৩৭ কোটি ৫৯ লাখ টাকা ও ব্যয় ৩৭ কোটি ৬৮ লাখ টাকা। সে কারণেই নিবন্ধন নবায়ন ফি বাড়ানোর উদ্যোগ নিয়েছে আইডিআরএ।

সংস্থাটির দায়িত্বশীলরা বলছেন, বিমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি বর্তমানে এক টাকা। এ আয়ে বিমা নিয়ন্ত্রক সংস্থার ব্যয় মেটানো হচ্ছে, কিন্তু কোনো সঞ্চয় করতে পারছে না সংস্থাটি। তাই ফি বাড়লে নিয়ন্ত্রক সংস্থার আয় বাড়বে। সেক্ষেত্রে বিনা মূল্যে বিমাকারীদের আইআইএমএসের সেবা প্রদান, জনবল বৃদ্ধি, কর্মরত জনবলের পেনশন-গ্র্যাচুয়িটি, নিজস্ব ভবন নির্মাণ ও শাখা কার্যালয় স্থাপনে ব্যয় করতে পারবে। তাই নিয়ন্ত্রক সংস্থার আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য বিমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি এক টাকা থেকে বাড়িয়ে পাঁচ টাকা করতে চায় আইডিআরএ। সেজন্যই ‘বিমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালা’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

বিমা কোম্পানিগুলোর নিবন্ধন নবায়ন ফি বাড়ানোর বিষয়ে কথা বলেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম। তিনি বলেন, ‘বর্তমানে নিয়ন্ত্রক সংস্থার লোকবল সংকট রয়েছে, লোকবল বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। লোকবল বাড়লে তখন আইডিআরএ’র খরচ বাড়বে। সবকিছু বিবেচনা করেই নিবন্ধন নবায়ন ফি বাড়ানো হচ্ছে। বর্তমানে বিমা কোম্পানিগুলো বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে রয়েছে। গ্রাহকদের দাবির টাকা পরিশোধ করতে পারছে না।’

নিয়ন্ত্রক সংস্থার আয় বাড়াতে বিমা কোম্পানির নিবন্ধন ফি বাড়ালে কোম্পানিগুলোর ওপর কোনো প্রভাব পড়বে কি না, সেই প্রশ্ন উঠছে। কারণ বিভিন্ন সংকটের কারণে কোম্পানিগুলো ধুঁকছে। বিমা গ্রাহকদের দাবি পরিশোধ করতে পারছে না কিছু কোম্পানি। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে চাননি খাতসংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *